শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেইমারের বাড়িতে অ্যাশেজের গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

নেইমারের বাড়িতে অ্যাশেজের গান
জুনায়েদ ইভান

দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভানের জনপ্রিয়তা দেখার মতো। যেখানেই যান সেখানেই ভক্তরা ঘিরে ধরেন। দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় এই সংগীতশিল্পী। তাঁর গানগুলো তরুণ প্রজন্মের শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। এবার তাঁর গান বেজে উঠল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বাড়িতে। 

গত ১৫ আগস্ট ৩৭ বছরে পা দিয়েছেন ইভান। এবারের জন্মদিন তাঁর কাছে বাড়তি আনন্দের সঞ্চার করেছিল। কারণ নেইমারের বাড়িতে বড় স্ক্রিনে চলছে অ্যাশেজ ব্যান্ডের তুমুল জনপ্রিয় গান ‘তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও’ গানটি। এটি ছিল ইভানের জন্মদিনে বড় গিফট। 


বিজ্ঞাপন


AShes

নেইমারের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন মিয়া। যিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ ও তাঁর বাবার ম্যানেজার।

ক্যাপশনে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন লিখেছেন, ‘নেইমার জুনিয়র-এর রিও। জন্মদিনে শুভেচ্ছা ইভান ভাই।’

রবিন মিয়ার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান। ক্যাপশনে তিনি লেখেন,‘নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ–এর গান দেখে বেশ ভালো লাগছে। ভালোবাসি রবিন ভাই! আপনি সুন্দর।’ 


বিজ্ঞাপন


ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর