রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না: সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। গেল কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রী প্রথম সিনেমা ‘উৎসব’। ছবিটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আলাপকালে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সাদিয়া। প্রেম-ভালোবাসা ও বিয়ে প্রসঙ্গ ওঠে আসে ওই সাক্ষাৎকারে। তিনি বলেন, “পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। ‘আই লাভ ইউ’ ব্যাপারটা আমার কেমন যেন অস্বস্তি লাগে। যদি কেউ সরাসরি প্রাস্তাব দিয়ে বলে ‘আই লাভ ইউ’, আমার ওটা ভালো লাগে না। কোনো ফিউচার প্ল্যান করে যদি হয়, ‘আমি পছন্দ করি সো আই হ্যাভ এ ফিউচার প্ল্যান’-বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।”

sadia_ayman_h

অভিনেত্রী জানান, হুটহাট ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি। কেউ যদি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয়; তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে।

অভিনয় জীবন প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না। সে জায়গা থেকে সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া। না হলে হারিয়ে যেতে হবে। আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকাই একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ।’

sadia_ayman_f

সমসাময়িক ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন অভিনেত্রী সাদিয়া আয়মান। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েও গলা চড়িয়েছিলেন। আন্দোলনে সময় তাঁর পোস্টে ছাত্র জনতাকে উৎসাহ জুগিয়েছিল। শুধু আন্দোলনের নিয়ে কথা বলেননি। সম্প্রতি ইসরাইল সেনাবাহিনীর হামলায় গাজার শিশুদের মৃত্যু দেখেও দুঃখ প্রকাশ করেছিলেন।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর