পাকিস্তানের আলোচিত-সমালোচিত ইউটিউবার সাদুর রেহমান গ্রেফতার। যিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত। গত শনিবার (১৬ আগস্ট) জাতীয় অপরাধ তদন্ত সংস্থা লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে। এর আগে লাহোরের ইমিগ্রেশন তথ্য পায় যে, ডাকি ভাই দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন।
অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে গ্রেফতার সাদুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ মামলায় গত ১৭ আগস্ট বিচার বিভাগীয় আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয় ডাকি ভাইকে। আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনসহ গ্রেফতারকৃতকে আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে তোলার নির্দেশ দেয়া হয়েছে।

এনসিসিআইএ-এর দাবি, ডাকি ভাইয়ের প্রলোভনে পড়ে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এই অ্যাপগুলোতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে, যেখানে এসব অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। তবে সেগুলোর কয়েকটি বর্তমানে আর অনলাইনে পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
এনসিসিআইএ-এর তদন্তে উঠে এসেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো মুনাফা দেয়নি। তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। এছাড়া, এসব অ্যাপের কোনোটিই পাকিস্তানে নিবন্ধিত নয়।
এ মামলাটি গত ১৩ জুনের একটি তদন্তের সঙ্গে সম্পর্কিত এবং নির্ভরযোগ্য উৎস্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুয়া ও বাজির অ্যাপ্লিকেশনের প্রচারণা করছেন।
ইএইচ/

