ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা দেব-শুভশ্রী গাঙ্গুলী জুটির বহু আকাঙ্ক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ২০১৫ সালে সিনেমার কাজ শেষ হলেও গত ১০ বছর ধরে আটকে ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি গত ১৪ আগস্ট আলোর মুখ দেখেছে সিনেমাটি।
মুক্তির আগে ‘ধূমকেতু’ অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল। তাঁর প্রভাব স্পষ্ট প্রথম দিনে সিনেমার আয়। দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ২.১ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক। শুক্রবার তারা দাবি করেছেন, টলিউডের ইতিহাসে ওপেনিং ডেতে এটাই সবচেয়ে বেশী আয়।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক মাধ্যমে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ লিখেছে, “বক্স অফিস শুধু কথা বলছে না — গর্জে উঠেছে #ধূমকেতু! গর্জন এত জোরে যে ক্রমশ আরও তীব্র হচ্ছে।”
মুক্তির আগে বিতর্কও তৈরি হয়েছিল, কারণ প্রযোজকরা অভিযোগ করেন যে হৃতিক রোশনের ‘ওয়ার ২’-এর জন্য ‘ধূমকেতু’ পর্যাপ্ত শো পাচ্ছে না। এ নিয়ে শিল্পী-কলাকুশলীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখা হয়।

এদিকে অভিনেতা দেব জানিয়েছেন, প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে। ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে।
দেব-শুভশ্রী ছাড়াও ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।
ইএইচ/

