গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আহান পাণ্ডে ও অনিত পাড্ডার রসায়নে মুগ্ধ সিনেপ্রেমীরা। পরিচালক মোহিত সুরির ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫’শো কোটি রুপির বেশি। এবার ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে ছবিটি।
এদিকে সাইয়ারার এ সাফল্য দেখে অনেকেই বলছেন, তারকাদের দেখে সিনেমা চলার দিন শেষ। ভালো গল্প হলে অন্য কিছুর প্রয়োজন হয় না। মোহিত সুরির নতুন সিনেমাই তার প্রমাণ।
বিজ্ঞাপন
অন্যদিকে অভিনেতা বরুণ বাদোলার মতে, ‘সাইয়ারা’তে শাহরুখ খান থাকলে মুখ থুবড়ে পড়ত ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তার কথায়, “অনেকেই বলছেন, ‘সইয়ারা’ প্রমাণ করে দিয়েছে, ছবির সাফল্যের জন্য আর বড় তারকার দরকার নেই। কিন্তু সেটা সত্যি নয়। ‘জাওয়ান’ ছবিতে অহান পাণ্ডেকে ঢুকিয়ে দিন। ছবিটা অসফল হবে। আবার শাহরুখ খানকে ‘সইয়ারা’-তে ঢুকিয়ে দিন। ছবি অসফল হবে।”
বরুণ মনে করছেন ছবির গল্প অনুযায়ী শিল্পী নিতে হবে। ‘সাইয়ারা’র জন্য আহান উপযুক্ত ছিল অন্যদিকে ‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ। এ ছবির জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন সেটি আহানের মাঝে তৈরি হয়নি।
এদিকে ‘সাইয়ারা’র মাধ্যমে রীতিমতো তারকা আহান-অনিত। সেইসঙ্গে ছড়িয়েছে তাদের প্রেমের গুঞ্জন। সম্প্রতি তাদের একটি শপিং মলের বাইরে একসঙ্গে দেখা যায়। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে চেষ্টা করেন আহান-অনিত। সেখান থেকেই জল্পনার শুরু।

