শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে সাদা পাথর গায়েব, যা বললেন শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

সিলেটে সাদা পাথর গায়েব, যা বললেন শোবিজ তারকারা

আলোচনার কেন্দ্রে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। যার ৭৫ শতাংশই গায়েব। আছে মাত্র ২৫ শতাংশ। একসময় প্রচুর পরিমাণে সাদা পাথর দেখা যেত বলে জায়গার নামই হয়ে যায় ‘সাদা পাথর’। কিন্তু বর্তমানে পর্যটন কেন্দ্রটি অস্তিত্ব সংকটে। 

ভোলাগঞ্জে অসংখ্য নাটক ও সিনেমার দৃশ্য ধারণ হয়েছে। ভ্রমণ পিপাসুদের পছন্দে তালিকায় রয়েছে সাদা পাথরের এই স্থানটি। কিন্তু হঠাৎ সাদা পাথর গায়েব হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দা ও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। 


বিজ্ঞাপন


ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী নাজনিন নাহার নিহা লিখেছেন, ‘সেই দিনগুলো আর নেই। সাদা পাথরের মতো হারিয়ে গেছে সময়টাও.....।’ ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘সাদা পাথর।’

অভিনেতা ইরফান সাজ্জাদ গণমাধ্যমের একটি ফটোকার্ড প্রকাশ করে লেখেন, ‘রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল।’ এরসঙ্গে দুইটি হা হা ইমোজি যুক্ত করেছেন। অভিনেতা গণমাধ্যমের যে কার্ডটি প্রকাশ করেছেন। সেখানে লেখা রয়েছে, বালু-পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা।   

এদিকে ঢালিউড অভিনেতা সায়মন সাদিক তাঁর ‘নদীর বুকে চাঁদ’ সিনেমা শুটিংয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে লিখেছেন, ‘সাদা পাথরের এসব পাথর নাকি চুরি হয়ে গেছে? পাথর ছাড়া যে এই সাদা পাথরের সৌন্দর্য থাকে না, এটা কি তারা জানেন না! ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার শুটিংয়ের দৃশ্যেই এখন সাদা পাথরের সৌন্দর্য দেখা লাগছে। আহারে বাংলাদেশ,আহারে মানুষ!’

সৈয়দ মোহাইমান খালেদ মাহমুদ লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর আমি দেখেছি, দেখবে না তোমার আমার সন্তান। সৌন্দর্য কাকে বলে আমি জেনেছি, জানবে না তোমার আমার সন্তান। অভিশাপ দাও, তুমি অভিশাপ দাও- হে সাদা পাথর। তুমি অভিশাপ দাও। শান্তি পাবে না, শান্তি পাবে না আমাদের লোভী আত্মারা।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর