আবারও মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তকে ঘুষি মেরে সরিয়ে দেন। ওই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ভক্ত জয়ার পাশে এসে সেলফি তুলতে চাইলে তাঁর প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। তবে কোনো রাখঢাক ছাড়াই জয়াকে একহাত নিলেন বলিউডের আর এক অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা জয়া বচ্চনকে কটাক্ষ করে লিখেছেন, ‘অত্যন্ত অসভ্য ও স্বার্থপর একজন মহিলা। তিনি (জয়া বচ্চন) অমিতাভ বচ্চনের স্ত্রী হওয়ায় মানুষ তাঁর মেজাজ সহ্য করছেন। লাল শাড়ি আর সমাজবাদী পার্টির টুপি পরে তিনি যেন ঝগড়াটে মোরগের মতো দেখতে লাগছেন। নিন্দাজনক।’
বলে রাখা ভালো, কঙ্গনা এবং জয়ার বিরোধ নতুন নয়। ২০২০ সালে যখন জয়া বচ্চন বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন, তখনও কঙ্গনা তার তীব্র বিরোধিতা করেছিলেন। কঙ্গনা তখন জবাবে লিখেছিলেন, ‘জয়া জি, যদি আপনার মেয়ে শ্বেতাকে কিশোর বয়সে মারধর, মাদকাসক্তি ও শ্লীলতাহানির সম্মুখীন হতে হত। আর অভিষেককে ক্রমাগত হয়রানি ও দমিয়ে রাখা হত। এমনকি নিজের জীবন শেষ করার কথা ভাবত, তাহলে আপনি কি একই কথা বলতেন? তখন আমাদের জন্যও সহানুভূতি দেখাতেন?’
ইএইচ/

