সম্প্রতি দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধানুষ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে ছয়লাপ হয়েছিল সোশ্যাল মিডিয়া। হাঠাৎ করে দুই তারকার মধ্যে ঘনিষ্টতার জের ধরেই সম্পর্কের গুঞ্জন রটে। অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল সত্যি কি ধনুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?
এবার অনুরাগীদের প্রশ্নের জবাব দিলেন ম্রুণাল ঠাকুর। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের কথা অস্বীকার করে অভিনেত্রী বললেন তাঁদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। ম্রুণালের কথায়, ‘ধনুষ আমার খুব ভালো বন্ধু।’ সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের গুঞ্জন চোখ এড়ায়নি অভিনেত্রীর। সে কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘প্রেমের গুঞ্জন একেবারে হাস্যকর। আমাদের মধ্যে রোম্যান্টিক কোনো ব্যাপার নেই।’

ম্রুণাল আরও জানিয়েছেন, ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুষ তাঁর অতিথি হিসেবে সেখানে আসেননি। অভিনেত্রী বলেন, ‘ধনুষ অজয় দেবগনের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে এসেছিলেন। এতে আমার কোনো ভূমিকা ছিল না।’
‘তেরে ইশক মে’-এর পার্টিতে ধানুষের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি তাঁদের পোশাকের রঙের মিল, পাশাপাশি দাঁড়িয়ে গল্প এবং অনুষ্ঠানের পর হাত ধরে ঘুরতে দেখা প্রেমের গুঞ্জন মুখর হয়েছিল।
ইএইচ/

