রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সম্পর্ক নিয়ে মুখ খুলতেই জয়ার ওপর চটলেন নারীবাদীরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

সম্পর্ক নিয়ে মুখ খুলতেই জয়ার ওপর চটলেন নারীবাদীরা 

আজকের তাজা খবর— সম্পর্কে আছেন জয়া আহসান। খবরটি শুনতেই লুফে নেন নেটিজেনরা। প্রিয় তারকার সম্পর্কের খবরে আবার কারও ভাঙে মন। যদিও অনেকেই জানাচ্ছেন শুভকামনা। সে পথে হাঁটছেন না নারীদের একটি অংশ। তাদের মধ্যে কেউ লেখক, কেউ সংবাদকর্মী, কেউ চলচ্চিত্রকার। সোশ্যাল মিডিয়ায় নারীবাদী হিসেবে পরিচিত তারা। প্রেমের খবর প্রকাশ পেতেই তারা রীতিমতো কটাক্ষ করছেন জয়াকে।

তাই বলে এরকম ভাবার সুযোগ নেই যে তারা চাইছেন জয়া একলা জীবনযাপন করুন। অভিযোগ অন্য জায়গায়। সম্পর্ক নিয়ে জানানোর সময় জয়া বলেছেন, ‘সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে।’


বিজ্ঞাপন


আমাকে কাজ করতে দিচ্ছে— বাক্যেই যত আপত্তি স্বাধীনচেতা ওই নারীদের। বাক্যটির পরিপ্রেক্ষিতে তাদের প্রশ্ন, তবে কি প্রেমিক না চাইলে জয়া কাজ করতেন না? জয়ার মতো একজন ব্যক্তিত্ববান নারীর এরকম মন্তব্য আশা করেননি বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন তারা। 

একজন লিখেছেন, ‘‘আপনি জিতছেন আপা, যেহেতু আপনাকে ‘কাজ করতে দিচ্ছে’—সেটাই হয়তো আপনার তো জয়! তবে আপনি হয়তো অভিনয় করতে করতে এই বেসিক কথাটা ভুলে গেছেন যে, কাজ করার জন্য অন্য কারো অনুমতি লাগে না; লাগে নিজের মেরুদণ্ড, যোগ্যতা আর ইচ্ছা। একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ-সবল মানুষ নিজের জীবন ও জীবিকার সিদ্ধান্ত নিজেই নেয়—এটা তার অধিকার। এটা অন্য কারও দয়া বা ছাড়ের উপর নির্ভর করে না।’’

জয়ার মন্তব্য শেয়ার করে অন্য একজনের লিখেছেন, ‘এদিকে আমি কাজই করতে চাই না কিন্তু আমারডি (বিশেষত মেয়ে) আমারে ঠেইল্যা কাজে পাঠায়!’

আরেকজনের কথায়, ‘কারও দেওয়া না দেওয়ার ধার ধারি না। বাধ্য হয়েই কাজ করে খেতে হয় বলে কী যে দুঃখ ছিল,আজ আমার আক্ষেপ ঘুচল। তবে সেসব নিয়ে জয়া কোনো প্রতিক্রিয়া জানাননি।’


বিজ্ঞাপন


টলিউডে মুক্তি পেয়েছে জয়ার জোড়া ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমা দুটির প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর