সোশ্যাল মিডিয়ায় এক বিড়ম্বনার নাম হ্যাকিং। তারকাদের ঝুঁকি যেন বেশি। মাঝে মাঝেই খবর আসে— অমুক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে। এর বিপরীতে সেলিব্রেটিরা হ্যাকারকে শায়েস্তা করতে চাইলেও আলাদা সৃজিত মুখোপাধ্যায়। হ্যাকারকে বাড়িতে দাওয়াত দিলেন এ টলিউড নির্মাতা।
সামাজিক মাধ্যমে সৃজিত লিখেছেন, ‘তুমি যেই হও না কেন হরিনাভি থেকে বৃথা চেষ্টা করছ আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করার। আমি বেশি দূরে থাকি না। খুব কাছাকাছিই থাকি। এক কাজ কর তুমি আমার বাড়িতে এসো। এসে আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুক প্রোফাইল খুলে দেখো।’
বিজ্ঞাপন
সৃজিতের এই মজাদার পোস্ট দেখে রীতিমতো হেসে খুন নেটিজেনরা। কেউ কেউ আবার জিজ্ঞেস করেছেন তিনি টু ফ্যাক্টর অথিন্টিকেশন করিয়েছেন কিনা। কেউ কেউ আবার মজার ইমোজি দিয়েছেন।
সৃজিত ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে। কথায় আছে যখন যে নায়িকাকে নিয়ে সিনেমা বানান তার সঙ্গেই ‘সিনেমা’ করেন পরিচালক। এবারও ব্যতিক্রম হয়নি। এরইমধ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’র নায়িকা সুস্মিতার সঙ্গে তাকে নিয়ে চলছে রসালো কথাবার্তা।

