রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামী ও শোবিজের মধ্যে কোনটা বেছে নেবেন— জানালেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

স্বামী বা শোবিজের মধ্যে কোনটা বেছে নেবেন জানালেন তাসনিয়া ফারিণ

ছোটপর্দা ও ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল কোরবানি ঈদে ‘ইনসাফ’ দিয়ে নতুন রূপে ধরা দেন তিনি। নিখুঁত অভিনয়ের মাধ্যমে চরিত্র জীবন্ত করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। এবার এ অভিনেত্রী জানালেন স্বামী চাইলে অভিনয় ছেড়ে দেবেন।  

সাম্প্রতিক একটি পডকাস্ট সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ফারিণ বলেন, ‘আমাকে সব সময় সমর্থন করার জন্য স্বামীকে ধন্যবাদ দিতে চাই। আমাকে যে কয় জন মানুষ চেনে বা আমার কাজ দেখে, আমাকে পছন্দ করে- সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে যদি স্বামী বা শোবিজ ক্যারিয়ার- দুইটার মধ্যে একটি বেছে নিতে বলা হয় আমি অবশ্যই আমার স্বামীকে বেছে নেব।’ 

farin_ghgh

ওই পডকাস্টে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ফারিণের প্রেম ও বিয়ে নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের (প্রেমের) ১০ বছর হয়ে গেছে। আমাদের সম্পর্কটা হয়েছিল না দেখেই! আমি জানি এ যুগে এমন কথা খুব অদ্ভূত শোনাচ্ছে। কিন্তু এটাই সত্য, আমি প্রেমে পড়ার আগে তাঁর ছবিও দেখিনি।’

রেজওয়ানের প্রেমে পড়ার প্রসঙ্গে ফারিণ বলেন, ‘২০১৫ সালে ফেসবুকে এড হওয়ার পর আমাকে হাই হ্যালো গর্জিয়াস এসব মেসেজ করত। কিন্তু আমি দেখতামও না, রিপ্লাইও দিতাম না। আমি অভিনয় বা মডেলিং করার আগে থেকেই গান করতাম। তখন আমার গানের ভিডিওতে যারা কমেন্ট করত তাঁদের কমেন্টের রিপ্লাই দিতাম। রিপ্লাই দিলে তাঁরা আরও বেশি বেশি আমার ভিডিও দেখবে। সেখানে ওঁর কমেন্টটা বেশ ইন্টারেস্টিং ছিল। সেটা আমার মাথায় গেথে গিয়েছিল। এরপর থেকেই ইনবক্সে কথা হতো।’  

farin

সবশেষে ফারিণ বলেন, ‘যখন আমারও তাঁর সাথে কথা বলতে ভালো লাগাতে শুরু হলো তখন ওঁর প্রোফাইলে গিয়ে ছবি দেখি। এর আগে কোনোদিন তাঁর প্রোফাইলেই যাইনি। সেই থেকে প্রেম শুরু। তারপর তো বিয়ে হলো।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর