শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নাটক কম করো পিও’, তিশার ভিডিও প্রকাশ করে বললেন শাওন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

‘নাটক কম করো পিও’, তিশার ভিডিও প্রকাশ করে বললেন শাওন

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বর্তমানে কাজে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। দেশের মধ্যে চলমান সম্প্রতিক ইস্যুতে মন্তব্যে করেন তিনি। এবার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একগুচ্ছ ছবি ও ভিডিওর অংশবিশেষ দিয়ে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শাওন।  

আজ রোববার (১০ জুলাই) নিজের ফেসবুকে ওই ভিডিও প্রকাশ করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল। একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছেন। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’ 

tisha_v

শাওন যোগ করেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো।’ 

এখানেই শেষ না, তিনি আরও বলেন, “আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।” 

tisa_

সবশেষে তিনি লিখেছেন,”মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।” এরপরেই হ্যাশট্যাগ দিয়ে শাওন লিখেছেন, ‘নাটক কম করো পিও।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর