রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বকুল ফুল’ দিয়ে মন কেড়েছেন মাহি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

‘বকুল ফুল’ দিয়ে মন কেড়েছেন মাহি 

চরিত্রকে জীবন্ত করে তুলতে সামিরা খান মাহির বিকল্প নেই। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো। এবার তো লুক দিয়েই মন জয় করে নিয়েছেন দর্শকের। 

‘বকুল ফুল’ নামের একটি নাটকে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে দেখা গেছে মাহিকে। সামাজিক মাধ্যমে চরিত্রটির কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন মাহি। সেখানে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখা গেছে তাকে।


বিজ্ঞাপন


530500085_18522417475029555_3231938623509359130_n

এমন লুকে প্রিয় তারকাকে দেখে যারপরনাই অবাক অনুরাগীরা। ফলে ভাইরাল হতে সময় নেয়নি ছবিগুলো। কেউ লিখেছেন, মাহির ক্যারিয়ারের সেরা নাটক এটি। আবার কেউ বলেছেন, এ নাটকের জন্য মাহিকে পুরস্কার দেওয়া উচিত।

নাটকটি নিয়ে সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘বকুল ফুল’ আমার অভিনয় জীবনের এক বিশেষ অভিজ্ঞতা। এই নাটকে মানসিকভাবে অসুস্থ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু সেটা করেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি কাজটা করতে গিয়ে। আমি আন্তরিকভাবে পরিচালক ইমরুল রাফাত ভাইকে ধন্যবাদ দিতে চাই, যিনি আমার ওপর ভরসা রেখেছেন এবং ‘বকুল ফুল’র মতো চরিত্রে কাজের সুযোগ দিয়েছেন। এই চরিত্রটা আমার মনে চিরকাল থাকবে। আমি বিশ্বাস করি- যারা নাটকটি দেখবেন, তারা এই মেয়েটার গল্পটাকে বুঝবেন, অনুভব করবেন।

529826190_18522417496029555_7856058829209306404_n


বিজ্ঞাপন


নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর