রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিব খান একবারের জন্যও আমার গল্প ফিরিয়ে দেননি: মেহেদী হাসান হৃদয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

শাকিব খান একবারের জন্যও আমার গল্প ফেরাননি: মেহেদী হাসান হৃদয়

গেল রোজার ঈদে ‘বরবাদ’ করেছেন শাকিব খান। এর নেপথ্য কারিগর পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার নির্মাণে কিং খানকে দেখে মন ভরেছে শাকিবিয়ানদের। ফলে ফের প্রিয় তারকাকে হৃদয়ের সিনেমায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। 

এই যখন অবস্থা তখন গুঞ্জন— শাকিব ফিরিয়ে দিয়েছেন হৃদয়কে। পরপর তিনটি সিনেমার গল্প শুনিয়েও কিং খানের মন জয় করতে পারেননি ‘বরবাদ’ পরিচালক। অগত্যা শাকিবের ছেড়ে দেওয়া সিনেমায় তিনি নিচ্ছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে।  

506593851_1558373661992902_8673836275962794881_n

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম সরগরম। তবে মেহেদী হাসান হৃদয় গুজব বলে উড়িয়ে দিলেন। জানালেন, খবরটি সত্যি নয়। তিনবার কেন একবারও তার গল্প ফিরিয়ে দেননি শাকিব খান। 

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘সংবাদটি সঠিক না। শাকিব ভাই আমার গল্প তিনবার কেন একবারের জন্যও ফেরাননি। ফলে তার ছেড়ে দেওয়া সিনেমায় অন্য কাউকে নেওয়ার খবরটিও অযৌক্তিক। কোথা থেকে এরকম গুজব এলো আমি নিজেই জানি না। 

srka

এরপর বলেন, ‘‘শাকিব ভাইয়ের সঙ্গে আমাদের যে কাজ হবে সেটার প্রস্তুতি চলছে। আপনার মনে আছে কি না জানি না ‘বরবাদ’-এর সময় তিনি (শাকিব খান) বলেছিলেন এরপর আমাদের যে কাজ হবে সেটি এর চেয়েও বড় পরিসরে। বিষয়টি এরকমই। শাকিব ভাইয়ের সঙ্গে যে কাজটি হবে সেটির গল্প তিন পার্টের। এত বড় একটি কাজের গল্প প্রস্তুত করতেই এক বছর লেগে যায়। সেই কাজটিই চলছে। সময়মতো জানাব।’’ 

সবশেষে হৃদয় বলেন, ‘রোজার ঈদে আমি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে একটি নিখাদ রোমান্টিক গল্পের কাজ আনছি। তবে সেটি শাকিব ভাইয়ের ছেড়ে দেওয়া গল্প না। এখন-ই বিস্তারিত বলতে চাইছি না। আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’ 

506820309_1554331819063753_6362694282643599475_n

রোজার ঈদে মুক্তি পায় ‘বরবাদ’ সিনেমা। এতে শাকিবের বিপরীতে ছিলেন প্রিয়তমা খ্যাত ইধিকা পাল। আরও ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর