রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুসলিম স্বামীকে ‘ছাপরি’ বলে কটাক্ষ, গর্জে উঠলেন স্বরা ভাস্কর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

মুসলিম স্বামীকে ‘ছাপরি’ বলে কটাক্ষ, গর্জে উঠলেন স্বরা ভাস্কর 

মুসলিম ধর্মাবলম্বী রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করায় যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে। আড়াই বছর পেরিয়ে গেলেও থামেননি ট্রলকারীরা। এখনও ধেয়ে আসে কটাক্ষ। এবার স্বামী ফাহাদকে ‘ছাপরি’ বলায় রেগে আগুন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোটপর্দার রিয়ালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলন স্বরা। উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়াও। সঙ্গে রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডা। সে অনুষ্ঠানের কিছু অংশ সামাজিক মাধ্যমে ভাগ করতেই কটাক্ষের শিকার স্বরা। 


বিজ্ঞাপন


কেউ পরিণীতির স্বামীর সঙ্গে চেহারার তুলনা টেনে কটাক্ষ করেন। কারও কথায়, ‘পরিণীতির স্বামী রাঘব তো তাও ঠিক আছে, কিন্তু ডোংরি থেকে ফুটপাতের ছাপরি দোকানি স্বামীকে নিয়ে রিয়ালিটি শোয়ে যোগ দিয়েছেন স্বরা ভাস্কর। পুরো রাস্তার ছেলের মতো দেখতে ফাহাদকে।’

এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন স্বরা। লেখেন, ‘এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু এটাও জানেন না যে, ‘ছাপরি’ শব্দটা শ্রেণি তুলে কটাক্ষ করার মতো। খুবই নিম্নমানের শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহার করা হয়।’

এখানেই থামেননি অভিনেত্রী। যোগ করেন, ‘অবশ্য, ডোংরির ফুটপাতের দোকানি হওয়ার মধ্যেও খারাপ কিছু নেই। মূর্খের দল কোথাকার!’

২০২৩ সালের ৬ জানুয়ারি আইনি বিয়ে সারেন স্বরা-ফাহাদ। সবাইকে চমকে দিয়ে টুইটারে কোর্ট ম্যারেজের কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সে বছরের ২৩ অক্টোবর কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর