রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই দিনে দেশে দুই হরর সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

একই দিনে দেশে দুই হরর সিনেমা

সুপারহিরো আর সিক্যুয়েল দেখে যখন হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। হরর ছবির এই জয়রথে যুক্ত হলো আরও দুটি সিনেমা। গতকাল ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’। 

একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। সেই সাথে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা ‘সিকিন’ সিরিজের নতুন ছবি‘সিকিন ৮’। এই ছবিটিও ৮ আগস্ট মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স।


বিজ্ঞাপন


জ্যাক ক্রেগার পরিচালিত রহস্যময় থ্রিলার ‘ওয়েপনস’-এ অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস ও অ্যামি ম্যাডিগান। গল্পের পটভূমি মেব্রুক নামের এক ছোট শহর—যেখানে একই ক্লাসের ১৭ জন শিশু এক রাতে ২টা ১৭ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন কেবল অ্যালেক্স লিলি নামের একজন স্কুলে আসে।

তাদের খোঁজে নেমে স্থানীয়রা জড়িয়ে পড়ে ভয়ঙ্কর অতিপ্রাকৃতিক ঘটনার মধ্যে। ছয় অধ্যায়ে বলা গল্পে প্রতিটি অধ্যায় ভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে এগোয় এবং শেষ হয় ধ্বংসাত্মক ক্লাইমেক্সে। আইএমডিবি ও রোটেন টমেটোস ছবিটিকে ইতিমধ্যেই প্রশংসা করেছে।

অ্যালপার মেস্তকি পরিচালিত ‘সিকিন ৮’-এ অভিনয় করেছেন সেরকান কুরত, দেরিয়া ইয়ালচিন, ওজগে গোরেল প্রমুখ।

গল্পে ফাতিহ নামের এক ব্যক্তি স্ত্রীর অনুরোধে তাঁর বৃদ্ধা মা গুনহুলকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পর বাড়িতে শুরু হয় অদ্ভুত শব্দ, ছায়া ও অতিপ্রাকৃতিক শক্তির আক্রমণ। পরে মা ফেরত এলেও তিনি আর আগের মতো নন। জিন তত্ত্ব, ব্ল্যাক ম্যাজিক ও পারিবারিক রহস্যে ভরা ছবিটি তুরস্কে মুক্তির পর ভালো সাড়া পেয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর