রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুহি চাওলার সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

জুহি চাওলা সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তাঁর এক চিলতে মিষ্টি হাসি হৃদয় হরণ করেছে কোটি মানুষের। কুড়িয়েছেন মুঠো মুঠো ভালোবাসা। অর্থবিত্ত, যশ খ্যাতি দুহাত ভরে পেয়েছেন। 

‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইশক’, ‘বোল রাধা বোল’, ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘দিওয়ানা মাস্তানা’-এর মতো জনপ্রিয় ছবিগুলো দর্শকদের নস্টালজিক করে দেয়। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত তবে এখনও প্রাসঙ্গিক তিনি।  


বিজ্ঞাপন


অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে মন দিয়েছেন ব্যবসা আর ক্রিকেট খেলাতে। আইপিএল ক্রিকেট টিমের অংশীদারিত্ব রয়েছে জুহির। বলিউড বাদশা শাহরুখ খানের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একাংশের মালিক এ অভিনেত্রী। এই দলের পেছনে জুহি বিনিয়োগ করেছেন ৬২৯ কোটি রুপি। বর্তমানে এই দলটির মূল্য ৯ হাজার ১৩৯ কোটি রুপি।

juhio_hg

বলিউডের যে কয়জন সেরা ধনী তারকা আছে তাঁদের মধ্যে অন্যতম জুহি চাওলা। চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ। 


বিজ্ঞাপন


লাইভ মিন্ট ডটকমের তথ্য অনুসারে, জুহি চাওলার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৩৯৭ কোটি টাকার বেশি)। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক জুহি চাওলা। ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খানকে ছাড়িয়ে গেছেন জুহি।

তার আয়ের মূল উৎস শুধু সিনেমা নয়। রিয়েল এস্টেটে বিনিয়োগসহ বেশকিছু ব্যবসার মাধ্যমে আজকের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

juhi_kj

শাহরুখ খানের সঙ্গে ‘রেড চিলিস গ্রুপ’ প্রতিষ্ঠা করেন জুহি। সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেডের ০.০৭ শতাংশের শেয়ার হোল্ডার জুহি। যদিও ট্রেন্ডিলেন জানিয়েছে, এটি জুহির স্বামীর মেহতা গ্রুপের একটি অংশ। মুম্বাইতে ইতালিয়ান এবং লেবানিজ খাবারের দুটো রেস্তোরাঁও রয়েছে জুহির। 

১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জেতেন জুহি চাওলা। ১৯৮৬ সালে ‘সালতানাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তখন তার বয়স মাত্র ১৯ বছর। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে খ্যাতি লাভ করেন জুহি। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর