শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন সিনেমায় নিরব, দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

নতুন সিনেমায় নিরব, দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে 

‘গোলাপ’, ‘শিরোনাম’-এর পর চিত্রনায়ক নিরব যুক্ত হয়েছেন ‘দেশ’ নামের একটি সিনেমায়। এতে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। 

জানা গেছে, অ্যাকশন ঘরনার সিনেমা হবে ‘দেশ’। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নিরবকে। অস্ত্র চোরাকারবারির গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি। এরকম জানিয়েছেন নির্মাতা।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামে পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে।’

528029431_1507215493986724_3798299041738010960_n

আরও বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর দেশ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। এখন আমাদের নায়ক নিরব হোসেনের হাতে দুটি সিনেমা রয়েছে। তাই একটু সময় নিচ্ছি। তা ছাড়া, দেশ সিনেমার জন্য লুক চেঞ্জ করতে হবে নিরবকে। তাই হাতের কাজগুলো শেষ করে নিজেকে নতুনভাবে তৈরি করবেন নিরব।’

নিরব হোসেন বলেন, ‘সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।’


বিজ্ঞাপন


শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম। আগামী বছর ৫ আগস্ট সিনেমাটি মুক্তির টার্গেট করা হয়েছে। তবে সব কাজ শেষ হয়ে গেলে এর আগেই দেশ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হবে বলে জানান নির্মাতা।

সিনেমাটি নির্মাণ করা হবে কেএইচএফের ব্যানারে। ফুয়াদ ছাড়াও আরও দুজন পরিচালক যুক্ত হয়েছেন সিনেমাটিতে। অনিক বিশ্বাস ও সৈকত নাসির যথাক্রমে ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রজেক্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর