বলিউডের দাপটে কোণঠাসা টলিউড ইন্ডাস্ট্রি। বিগ বাজেটের হিন্দি ছবিগুলো মুক্তির পর পশ্চিমবঙ্গের হলগুলোতে পাত্তা-ই পায় না বাংলা সিনেমা। বলিউডের এ আগ্রাসন ঠেকাতে দেব-প্রসেনজিৎ এবার দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লিখলেন চিঠি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। ১৫ আগস্ট মুক্তি পাবে বলিউডের মেগাবাজেট সিনেমা ‘ওয়ার ২’। এ কারণেই নড়েচড়ে বসেছে গোটা টলিউড।
বিজ্ঞাপন
কেননা ‘ওয়ার ২’-এর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের শর্ত অনুযায়ী, সিঙ্গেল স্ক্রিনে তাদের সিনেমা চললে, অন্য সিনেমা চালানো যাবে না। আরও পরিষ্কার করে বললে, আঞ্চলিক ভাষার কোনো সিনেমা থাকবে না সেই হলে।
একটু পেছনে তাকালেই দেখা যায়, বাংলার ক্ষেত্রেও এই নির্দেশিকার কোনো হেরফের হয়নি। তাই এবার সম্ভবত ‘ওয়ার ২’ মুক্তির প্রাক্কালে ‘ধূমকেতু’র জন্য একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে টলিউড। বাংলা সিনেমাকে বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে।
জানা গেছে, সেই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ বাংলা সিনেদুনিয়ার তাবড় পরিচালক-প্রযোজকরা।

