দক্ষিণী অভিনেতা সান্তোষ বালারাজ আর নেই। গত মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ের ৯টার দিকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোষ দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন, যা পরবর্তীতে তা জন্ডিসে রূপ নেয়। প্রথমে জন্ডিসের চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি সপ্তাহের শুরুতেই জানা যায় তাঁর অবস্থা সংকটজনক এবং তিনি কোমায় চলে গেছেন। গতকাল মঙ্গলবার সবাইকে ফেলে না ফেরার দেশে একাই চলে গেলেন এ অভিনেতা।

চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন তাঁর বাবার হাত ধরে। প্রয়াত কন্নড় চলচ্চিত্র প্রযোজক আনেকাল বালারাজের ছেলে ছিলেন সান্তোষ বালারাজ। আনেকাল বালারাজ তাঁকে ‘কেম্পা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশের সুযোগ করে দেন।
এরপর ‘কারিয়া ২’ ছবিতে অভিনয় করেন। যা তাঁর বাবার প্রযোজিত সুপারহিট ছবি ‘কারিয়া’-এর সিক্যুয়েল। অ্যাকশন থ্রিলার জনরার এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান। তাঁর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কারিয়া ২’, ‘কেম্পা’, ‘গণপা’, ‘বার্কলি’ এবং ‘সত্য’।

অভিনেতার অকালমৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।
বলে রাখা ভালো, ২০২২ সালের মে মাসে তাঁর বাবা আনেকাল বালারাজ একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ফলে মাথায় মারাত্মক আঘাত পান এবং প্রাণ হারান।
ইএইচ/

