রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যা বললেন তারকারা

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই আন্দোলনের একবছর পূর্ণ হলো। গত বছরের জুলাই-আগস্ট মাসে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন শোবিজ তারকারা। সে সময় বিভিন্ন চাপ সহ্য করতে হয়েছিল তাঁদের। তবুও পিছু হাঁটেননি। সবশেষে জয় হয় ছাত্রদের, অবসান ঘটে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। 

গণঅভ্যুত্থানের দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। সামাজিক মাধ্যমে গত বছরের ৫ আগস্টের একটি পোস্ট শেয়ার করে পরিচালক রেদওয়ান রনি লিখেছেন, ‘৩৬ জুলাই ২০২৪। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। যখন সাধারণ মানুষ অত্যাচারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। এই দিনটি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে শক্ত হয়ে গেঁথে থাকুক।’  


বিজ্ঞাপন


সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজের ফেসবুকে একগুচ্ছ প্রকাশ করে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, তুমি আমার বাংলাদেশ। বিশ্বের বুকে বিস্ময় তুমি আমার প্রাণের দেশ। বাংলাদেশ, বাংলাদেশ।’

এদিকে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একটি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশপন্থী মানুষের এই অভূতপূর্ব বিজয়ের দিনে আমি কথা দিচ্ছি সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদীর মূল উৎপাটন এ যা যা করা লাগে আমি আজীবন করে যাব। আগেও ভালো ছিল, এখনও ভালো আছে এবং সামনেও ভালো থাকা কালচারাল গিরগিটি, হাসিনার ছুপা ইনফরমার, তথাকথিত কালচারাল এলিট, ছুপা হাসিনা লাভার, দুর্দান্ত কালচারাল ধান্দাবাজদের (প্রকাশ যোগ্য না) পর্যন্ত আমি ক্ষান্ত হব না।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর