শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দায়িত্ব পালন করেও খুশি করতে পারছেন না, শাকিবকে নিয়ে জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব পালন করেও খুশি করতে পারছেন না, শাকিবকে নিয়ে জয়

সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকেন। এবার তিনি সামাজিক মাধ্যমে লিখলেন শাকিব-বুবলীর ভাইরাল ছবি নিয়ে।

নিজের ফেসবুকে জয় লেখেন, ‘শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।’


বিজ্ঞাপন


এর আগে এক পোস্টে জয় লিখেছিলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে। এত মানুষ।এজন্যই সব কিছুই বেশি বেশি। বেশিরভাগই জনশক্তিতে পরিণত না হইয়া যেন বোঝায় পরিণত হয়ে আছে। কথা বেশি। প্রয়োজন বেশি। লোভ বেশি। হিংসা বেশি। বিভক্তি বেশি। অভাব বেশি। দুর্নীতি বেশি। হিংস্রতা বেশি। প্রতিশোধ বেশি রাজনীতি বেশি। এত বেশির ভেতর সবচেয়ে কম হচ্ছে মনুষত্ব এবং নমনীয়তা।’

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দুজন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দুজনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়। এরপর থেকেই সরগরম সামাজিক মাধ্যম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর