জনপ্রিয় টিভি তারকা লনি অ্যান্ডারসন আর নেই। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। একাধিক আন্তর্জাতিক গাণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন লনি। এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘তার যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন।’
বিজ্ঞাপন
এদিকে আগামীকাল ৫ আগস্ট লনির জন্মদিন। কিন্তু তার একদিন আগেই না ফেরার দেশ পাড়ি জমালেন অভিনেত্রী। তাকে হারে শোকাচ্ছন অভিনেত্রীর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে তা।
লনি জনপ্রিয়তা অর্জন করেন কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় অভিনয় করে। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়।
রিসেপশনস্টের চরিত্রটি শুধু জনপ্রিয়তাই এনে দেয়নি লনিকে। ঝুলি ভরিয়েছে পুরস্কারেও। দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন এনে দিয়েছে চরিত্রটি তাকে।

