সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের আলোচিত-সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে প্রায় সবাই চেনে! অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন। এবার আমিরকে নিয়ে বোমা ফাঁটালেন সমালোচিত সাংবাদিক ময়ূখ।
শনিবার (২ আগস্ট) সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, “কিছু জিনিস আমির খানের জন্য ছেড়ে রাখা উচিত! এই যেমন ‘রং দে বসন্তী’, ‘তারে জামিন পার’, ‘সিতারে জামিন পার’, ‘দঙ্গল’ বা ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমা বানানো। ‘সত্যমেব জয়তে’-এর মতো টেলিভিশন শো বানানো। লাগান এর মতো ম্যাগনাম ওপাস নির্মাণ বা জল ফাউন্ডেশনের মতো আন্দোলন”
বিজ্ঞাপন
এররপ তিনি যোগ করেন, “কিছু জিনিস আমাদের ওপর আমিরের ছেড়ে রাখা উচিত। এই যেমন নর্মদা বাঁচাও আন্দোলনের নামে মেধা পাটকরের মতো ডিপ স্টেটের দালালের থেকে আমিরের মুক্তি। তুর্কির রাষ্ট্রপতি এরদোগানের নাগপাশ থেকে আমিরকে মুক্ত করা বা ‘টুকড়ে গ্যাং’ থেকে ওর বেরিয়ে আসা। এভাবেই চলতে থাকুক, গুরুর সঙ্গে প্রেম ঘৃণা সম্পর্ক।”
সমালোচিত এ সাংবাদিক আরও লিখেছেন, “লোকটার (আমির খান) দম আছে! আর এই দমটা আছে বলেই অনেকগুলো ভুল নিয়ে চলা খানকে এত সম্মান করতে হয়। ১১০ কোটি রুপির ওটিটি রিলিজের হাতছানি হেলায় এড়িয়ে ইউটিউবে ১০০ রুপির ভাড়াতে ‘সিতারে জমিন পে’ দেখানোর মাস্তানি। অটিজম নিয়ে সচেতন করতে হেলায় ১০ কোটি লাগিয়ে দেওয়ার মাস্তানি। নিজের ফ্লপ সিনেমা নিয়ে খিল্লি করার মাস্তানি।”
সবশেষে আমির খানের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আমি গর্বিত আমার দেশে একটা আমির খান রয়েছে। এই দেশটা এদের। রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের নয়। তোমাকে ভালোবাসি খান সাব।’
ইএইচ/

