শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

হে আল্লাহ রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

শনিবার (২ আগস্ট) সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে। ছোটরা অনলাইনে (প্রকাশ যোগ্য না) লিখে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি,ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

Sabnam_Faria_h

কথার সুত্র ধরে তিনি আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

Sabnam_Faria_g

এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের কটাক্ষের জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। এক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটাই তো ছেয়েচিলেন আপনারা সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়। চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার। চোখে শুধু ধান্ধা দেখি।’

ওই মন্তব্যের জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনাদের বড়দের চুরি চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর