রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক

জার্মানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে গত ৩০ জুলাই আটক করে ভারতের পুলিশ। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফরম্যান্স করার সময় অতিরিক্ত ভিড় করার অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। আটকের বিষয়টি নিজেই জানিয়েছেন নোয়েল। 

নোয়েল মূলত তাঁর চমকপ্রদ স্ট্রিট ডান্স এবং হঠাৎ অ্যাফ্রো হেয়ার প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। ৩০ জুলাই ওইদিনও পারফর্ম করতে গিয়ে এত বড় জনসমাগম হয় যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

noyelhh-ezgif.com-webp-to-jpg-converter

নোয়েলের সোশ্যাল মিডিয়া ঘুরে দেখা গেছে তিনি জুলাই ৯ তারিখ থেকে ভারতে অবস্থান করছেন। এ সময় দেশের বিভিন্ন রাজ্য ঘুরে কনটেন্ট তৈরি করছেন। কখনও দেখা গেছে ভারতীয়  সীমান্তরক্ষীদের সঙ্গে, আবার কখনও পুলিশে সঙ্গে রাস্তার মাঝেই নাচ শুরু করেছেন। এমনকি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী গুরু রানধাওয়ানের সঙ্গেও কনটেন্ট বানিয়েছেন। তবে এবারই প্রথম তাঁকে পুলিশের হাতে আটক হতে হয়েছে। যদিও আটকের ১৫ মিনিট পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।  

এই ঘটনায় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন নোয়েল। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল! আমি ভেবেছিলাম তাঁরা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্য ভালো সব ঠিকঠাক হয়ে গেল। আমি নিরাপদ আছি। আমি ভারতকে ভালোবাসি।’

ওই পোস্টের পর অনেক ভারতীয় নেটিজেন দুঃখ প্রকাশ করেন। যা চোখ এড়ায়নি জার্মান কনটেন্ট ক্রিয়েটরের। ভারতীয়দের দুঃখ প্রকাশ দেখে ওই পোস্টের মন্তব্যের ঘরে নোয়েল লিখেছেন, ‘দুঃখিত হওয়ার কিছু নেই বন্ধুরা! এমন ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে। এটা ভারতের ব্যাপার না। এরকম একটা ছোট অভিজ্ঞতা আমার ভারতের প্রতি ভালোবাসা কেড়ে নিতে পারবে না।’

xeffer

বলে রাখা ভালো, সম্প্রতি ঢাকায় এসেছিলেন নোয়েল। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন তিনি। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা গেছে বাংলাদেশি নৃত্যশিল্পী হৃদি শেখকে। এছাড়াও সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও নাচতে দেখা গিয়েছিল।  

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর