শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেমিকের সঙ্গে ‘ধরা পড়লেন’ সারা আলী খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

প্রেমিকের সঙ্গে ‘ধরা পড়লেন’ সারা আলী খান 

নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিয়েছেন সাইফ আলী কঝানের কন্যা সারা আলী খান। এরইমধ্যে কাটিয়েছেন সাত বছর। ঝুলিতে রয়েছে ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা। এমন তারকা কার সঙ্গে কী করছেন সে খবর কি আর চাপা থাকে? সারার ক্ষেত্রেও তাই হলো। সম্প্রতি ফাঁস হয়েছে তার প্রেমের খবর।

চলতি বছরের এপ্রিল মাসে এক ‘রহস্যময় পুরুষ’-এর সঙ্গে কামাক্ষায় পূজা দিতে গিয়েছিলেন সারা। পরে জানা যায়, তিনি অর্জুন প্রতাপ বাজওয়া। বিগত দেড় বছর ধরে নাকি অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নবাবকন্যা। 


বিজ্ঞাপন


এ থেকে প্রশ্ন ওঠে, কে এই অর্জুন? বলিউড সূত্রে খবর, পাঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেতা ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে অর্জুন প্রতাপ বাজওয়া। বাবা রাজনীতিবিদ হলেও, অর্জুন ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনের দুনিয়াতেও বেশ নাম করেছেন। তা সারা আলি খানের সঙ্গে অর্জুনের নাম জুড়ল কীভাবে?

মূলত সারার সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন অর্জুন। যেখানে যান সেখানেই তাকে দেখা যায়। সে হোক ঘুরতে কিংবা পূজা দিতে। মুম্বাইয়ের এক গুরুদ্বারেও যুগলকে একসঙ্গে দেখা গেছে। বলা যায়, সেখান থেকেই পাপারাজ্জিদের চোখে ধরা পড়ে গেলেন সারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর