নাটকের গানে জুটি গড়ে তুলেছেন মৌমিতা বড়ুয়া ও সৈয়দ নাফিস। এরইমধ্যে তাদের গায়কি হয়েছে প্রশংসিত। তারই ধারাবাহিকতায় এবার নতুন একটি নাটকের জন্য গাইলেন মৌমিতা-নাফিস।
নির্মাতা রুবেল আনুশের ‘মন ফড়িং’ নাটকের গানে কণ্ঠ দিয়েছেন মৌমিতা-নাফিস। কণ্ঠের পাশাপাশি ‘প্রেমের বরষায়’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন নাফিস নিজেই।
বিজ্ঞাপন
গানটি নিয়ে ঢাকা মেইলকে মৌমিতা বলেন, ‘যতদূর জানি নাফিস গানটার মধ্যে ১০-১২ বছর আগের সময়ের একটা ইমোশন দিতে চেয়েছে। গানের সুর এবং কথা আমার এত ভালো লেগেছে যে আমি নিজেই ওই সময়কে যুক্ত করতে পেরেছিলাম। এই গানটা সামনে আমাদের মিউজিক ভিডিও আকারে প্রকাশেরও ইচ্ছা আছে।’
নাফিসের সঙ্গে পরপর চারটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মৌমিতা। প্রথমবার তারা কণ্ঠ দিয়েছিলেন জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘ফ্রেঞ্জি’র গানে। বেশ প্রশংসিত হয় সেটি। এরপর কয়েকটি নাটকে গেয়েছেন তারা। নাটকগুলো হচ্ছে ‘নজর’, ‘কাঠের ফুল’।

