শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে-সংসার নিয়ে মুখ খুললেন তমা, ফেসবুকে যা লিখলেন রাফী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

বিয়ে-সংসার নিয়ে মুখ খুললেন তমা, ফেসবুকে যা লিখলেন রাফী 

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে ডানা ছিল বিচ্ছেদের গুঞ্জন। ফের এরকম আভাস নায়িকার কণ্ঠে। জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনও খুঁজে পাননি। এতে অনেকের ধারণা দুজনের পথ দুদিকে বেঁকে গেছে।

তবে তমার এহেন মন্তব্যে ভ্রুক্ষেপ নেই রাফীর। তিনি ব্যস্ত কাজ নিয়ে। সামাজিক মাধ্যমে সেরকম-ই আভাস পাওয়া গেছে। ফেসবুকে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, সবসময় লেন্সের মাধ্যমে দেখা।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে বিয়ে-সংসার নিয়ে তমা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি—এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব,’

তমাকে সবশেষ দেখা গেছে দাগি সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। ছবিটি পরিচালনা করেন শিহাব শাহীন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর