রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’ চলবে ঘরে ঘরে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

‘তান্ডব’ চলবে ঘরে ঘরে

মূল ভূমিকায় মেগাস্টার শাকিব খান, অতিথি চরিত্রে ভক্তদের ‘বস’ আফরান নিশো, আরেক অতিথি চরিত্রে সিয়াম আহমেদ; যে সিনেমায় অভিনয়শিল্পীর এমন তালিকা থাকে, তাকে তাণ্ডব না বলে আর কী বলা যেতে পারে? 

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি নানা কারণেই তাণ্ডব তুলেছে দর্শকদের মাঝে এবং প্রেক্ষাগৃহে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন পর এক সিনেমায় কাজ করেছেন শাকিব খান–জয়া আহসান। 


বিজ্ঞাপন


অভিনয়শিল্পীদের চমক ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমার গল্প ভাবনা ও নির্মাণে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। সব মিলিয়ে ‘তাণ্ডব’ সত্যি যেন তাণ্ডব তুলেছে দর্শকদের মনে। এবার সেই তাণ্ডব উঠবে দেশ–বিদেশের বাংলা ভাষাভাষীর ঘরে ঘরে। বাংলা ভাষার কনটেন্টের অন্যতম সেরা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। আর দেরি নয়, আসছে আগস্টেই চরিকতে ‘তাণ্ডব’ দেখতে পাবেন দর্শকরা। চরকি কর্তৃপক্ষ জানিয়েছেন, শিগগিরই মুক্তির দিন–ক্ষণ জনানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২৭ জুলাই (রোববার) দুপুরে ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের ভেরিফয়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ‘‘দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হল-এর পর, এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”

‘তাণ্ডব যেখানে যায়, ঝঞ্ঝা উঠে যায়’, ‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’– লাইনগুলো গানের হলেও বাস্তবিক অর্থে এমনটাই হয়েছে যেন। সিনেমা ‘তাণ্ডব’ দেশ–বিদেশের প্রেক্ষাগৃহের যেখানেই প্রদর্শিত হয়েছে সেখানেই যেন দর্শকদের তুফান উঠেছে। এবার শুধু ঘরেই নয় চরকি অ্যাপের মাধ্যমে যে যেখানে, যেভাবে সিনেমাটি দেখতে চান, সেখানেই দেখে নিতে পারবেন।

চরকিতে ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে এক্সাইটেড নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটিতে (চরকিতে) আসছে ‘তাণ্ডব’, যা তার কাছে আনন্দের। রাফী বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়–তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’


বিজ্ঞাপন


আগস্টে চরকিতে সিনেমাটি আসছে জানিয়ে রাফী আরও বলেন, ‘‘যে যেখানে আছেন, চরকিতে ‘তাণ্ডব’ সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ জানানো হবে। ওটিটিতেও সিনেমাটি ভালো সাড়া পাবে আশা করছি।’ 

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।    

গত তিন কোরবানি ঈদে সুপারহিট হলো রায়হান রাফী পরিচালিত সিনেমা। ‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর