কলকাতার সিনেমায় অভিনয় করছেন খায়রুল বাসার। এম এন রাজের ‘ভালোবাসার মরশুম’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরও থাকবেন তানজিন তিশা। গতকাল ২৫ জুলাই এরকম খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে খায়রুল বাসার জানান তিনি সিনেমাটিতে থাকছেন না। শিডিউল চ্যানেল জনিত জটিলতায় সরে দাঁড়াচ্ছেন।
নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘‘ভালোবাসার মরশুম’ এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিল। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না।’’
বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়ায় খবরটি চাউর হতেই পরিচালক জানান খায়রুল বাশারকে এরইমধ্যে পারিশ্রমিকের এক চতুর্থাংশ পরিশোধ করা হয়েছে। পরিচালক বলেন, ‘খায়রুল বাসার এখন বলছেন তিনি ছবিটা করছেন না। চুক্তিবদ্ধ হননি। আমার যতটুকু জ্ঞান আছে, কাউকে যদি অফিসিয়াল ইমেইল থেকে মেইল করা হয় এবং সেই মেইলের রিপ্লাই যদি কেউ করে তবে সেটা চুক্তি হিসেবে ধরা হয়। প্রথমত খায়রুল বাসারও তার স্বপক্ষে আমাদের ইমেইলের রিপ্লাই জবাব দিয়েছেন। দ্বিতীয়ত তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ আমরা পাঠিয়ে দিয়েছি। গতকাল পর্যন্ত তার সঙ্গে আমার ভালোভাবে কথা হয়েছে। আজ দুপুর ১২টার পর তিনি আমাকে এসএমএসের মাধ্যমে জানান, তিনি থাকছেন না। বারবার ফোন করছি। কিন্তু তিনি ধরছেন না। উল্টো বারবার এসএমএস করে যাচ্ছেন। জানি না কেন এমন করছেন।’
বিষয়টি নিয়ে সারাদিন নিরুত্তর থাকলেও ২৫ জুলাই দিবাগত রাতে মুখ খোলেন খায়রুল বাসার। তিনি জানান তাকে পারিশ্রমিক পাঠানো হলেও তিনি গ্রহণ করেননি।
ঢাকা মেইলকে অভিনেতা বলেন, ‘আজ কিছু শিরোনাম দেখে অবাক হচ্ছি যে আমি এক চতুর্থাংশ রেমুনারেশন নিয়ে কাজটা করছি। অথচ আমাদের মিটিং হয়েছে ২২ জুলাই আর ২৫ জুলাই নানা মাধ্যমে সিনেমার নিউজ আসায় আমি দ্রুত শিডিউল জটিলতার সমাধান খুঁজেছি। মিটিং ডে পরবর্তী ৩ দিনের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া এবং কনফার্মেশন মানি ফেরত দেওয়ার কথা জানানো কীভাবে অপেশাদার আচরণ হতে পারে?’
এরপর বলেন, ‘সাইনিং মানি রেমুনারেশনের ৫০% , তা গ্রহণ করা হয়নি এবং কনট্রাক্ট পেপারে আমি সাইনও করিনি। কনফার্মেশন মানি হিসেবে একটা এমাউন্ট ওনারা আমাকে পাঠিয়েছিলেন। এসবই যথেষ্ট আন্তরিকতার সাথেই হয়েছে। আমি আজ অত্যন্ত বিনয়ের সাথে আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং আমার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ করেছি। কনফার্মেশন মানি ফেরত দেওয়ার জন্য ব্যাংক একাউন্ট চেয়ে রাখলেও তা উনারা এখনো পাঠাননি।’
বিজ্ঞাপন
তার কথায়, ‘’শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে। আমি ২২ জুলাই মিটিং করে ২৫ জুলাই সিদ্ধান্ত জানিয়েছি কাজটা শিডিউল জটিলতায় করতে পারছি না। আমি এমন কোন সিদ্ধান্তও দেইনি যে - ‘আমি কাজটা করতে পারছি না তাই আমার পরিবর্তে আর কাউকে ভাবতেও পারবেন না।’
সবশেষে বলেন, ‘এটা খুব স্বাভাবিক ব্যাপার! আমি ৩ দিনের ভেতর আমার সীমাবদ্ধতা এবং সিদ্ধান্ত জানিয়েছি পরিচালক গল্পের চরিত্রটির জন্য অন্য কাউকে ভাববেন এবং আমাকে কনফার্মেশন মানি হিসেবে পাঠানো টাকাটা ফেরত নেবেন।’
সিনেমাটিতে আরও থাকার কথা আছে তানজিন তিশার। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেতা শরমন যোশী। সিনেমাটিতে আরও থাকছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

