রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘খায়রুল বাসার যেটা করছেন সেটা পেশাদারিত্ব না’

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

‘খায়রুল বাসার যেটা করছেন সেটা পেশাদারিত্ব না’
কলকাতার সিনেমায় খায়রুল বাসার-তানজিন তিশা। এম এন রাজের পরিচালনায় ‘ভালোবাসার মরসুম’ নামের এক সিনেমায় দুজনে স্ক্রিন শেয়ার করবেন। খবরটি ছড়াতেই সামাজিক মাধ্যমে বাসার জানান তিনি ছবিতে থাকছেন না। তার সরে যাওয়াসহ সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথোপকথন হয় পরিচালক এম এন রাজের। 

সিনেমার খবর চাউর হতেই খায়রুল বাসার সরে দাঁড়ালেন। তিনি বলছেন, চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলেন। আর আপনি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং পারিশ্রমিকের এক চতুর্থাংশ তাকে পরিশোধও করা হয়েছে বলেও দাবি করছেন… 


বিজ্ঞাপন


খায়রুল বাসার এখন বলছেন তিনি ছবিটা করছেন না। চুক্তিবদ্ধ হননি। আমার যতটুকু জ্ঞান আছে, কাউকে যদি অফিসিয়াল ইমেইল থেকে  মেইল করা হয় এবং সেই মেইলের রিপ্লাই যদি কেউ করে তবে সেটা চুক্তি হিসেবে ধরা হয়। প্রথমত খায়রুল বাসারও তার স্বপক্ষে আমাদের ইমেইলের রিপ্লাই জবাব দিয়েছেন। দ্বিতীয়ত তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ আমরা পাঠিয়ে দিয়েছি। গতকাল পর্যন্ত তার সঙ্গে আমার ভালোভাবে কথা হয়েছে। আজ দুপুর ১২টার পর তিনি আমাকে এসএমএসের মাধ্যমে জানান, তিনি থাকছেন না। বারবার ফোন করছি। কিন্তু তিনি ধরছেন না। উল্টো বারবার এসএমএস করে যাচ্ছেন। জানি না কেন এমন করছেন। 

khaitrul

শুরুতেই এরকম ঘটনাকে ধাক্কা হিসেবে দেখছেন কী?

আমাদের এখানে নিউজ হয়েছে। আজ নিউজ যে হবে উনি ভালো করে জানতেন। গতকাল ওনার সাথে কথা হয়েছে। তারপরও যদি উনি বলেন থাকছেন না। তবে তা খুব নেতিবাচক দিক। তিনি যেটা করছেন সেটা পেশাদারিত্ব না। 


বিজ্ঞাপন


খায়রুল বাসারের জায়গায় বাংলাদেশের কাউকে ভাবছেন?

বাসারের জায়গায় কাকে নেব সে বাংলাদেশের হবে কিনা— এখনও ভাবছি না। 

509585997_1296394912046877_8793871020570496372_n

টলিউডে অনেক মেধাবী অভিনেত্রী আছেন। তানজিন তিশা কেন? 

অবশ্যই আমাদের এখানে সুন্দরী ও মেধাবী অনেক অভিনেত্রী আছেন। তাদের সঙ্গে কাজও করেছি। কিন্তু প্রথম যখন গল্পটি লিখি তখনই মাথায় তানজিনের নামটা আসে। তার অনেক নাটক আমি দেখেছি। খুব দক্ষ একজন অভিনেত্রী। অভিনয় দেখে মনে হয়েছে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি ও অ্যাবিলিটি আছে। ‘রাবণ’ করার পর ওনার সাথে পরিচয় হয়। তখন থেকেই ওনার সাথে একটা কাজ করার পরিকল্পনা চলছিল। এই গল্পটা তৈরি করে ওনাকে জানাই। উনিও রাজি হয়ে যান।

ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এরকম পরিস্থিতিতে ঢাকা থেকে অভিনয়শিল্পী নির্বাচন সিনেমার জন্য নেতিবাচক হবে বলে শঙ্কা জাগছে না? 

বাংলাদেশকে কখনোই আমার অন্য রাষ্ট্র মনে হয়নি। একই ভাষায় কথা বলি, একই খাবার খাই, আমাদের আচার-অনুষ্ঠান সমস্ত কিছুই এক। সেক্ষেত্রে আমি কোনো সময়ই মনে করিনি বাংলাদেশ আমাদের থেকে আলাদা। কে কী মনে করেন সেটা নিয়ে ভাবছি না। তাছাড়া আমি শঙ্কিতও নই।

1753383926_pic-2_20250725_142750972

ভালোবাসার গল্প কেন বেছে নিলেন? 

আজকাল থ্রিলার, মারকাটারি গল্পে সিনেমা বানানোর ট্রেন্ড চলছে। কিন্তু ভালোবাসার গল্প কই ভাই? আমরা তো ভালোবাসার গল্প ভুলে গেছি। তাই মনে হয়েছে এই সময় একটা ভালবাসার গল্প নিয়ে আসা উচিত। সেজন্যই ভালোবাসার মরশুম বেছে নিয়েছি। 

তিন ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীদের এক ছবিতে বাঁধতে চলেছেন। কেমন হবে বলে মনে হচ্ছে?

আমার মনে হয়, অভিনেতা-অভিনেত্রীদের নির্দিষ্ট সীমারেখায় আটকে রাখা যায় না। গোটা পৃথিবীতে তারা তাদের অভিনয় দক্ষতায় দেখাতে পারে। সে কারণেই বলিউড থেকে শরমন যোশী, টলিউড থেকে সুস্মিতা এবং বাংলাদেশ থেকে তানজিন তিশাকে নেওয়া। আমার মনে হয়েছে অভিনয় শিল্পীদের সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টার ঠিকঠাক হতে হয়। ওই জায়গা থেকে  তিনজনের সঙ্গে  চরিত্র তিনটি একেবারেই ঠিকঠাক। বাসারকেও আমি সেভাবেই ভেবেছিলাম। ওকে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। ওর ভালো লেগেছিল জানিনা সে কেন এখন এমন করছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর