কলকাতার সিনেমাটিতে থাকছেন না খায়রুল বাসার। শিডিউলজনিত জটিলতার কারণে ভালোবাসার মরশুমে থাকছেন না তিনি। সামাজিক মাধ্যমে খবরটি অভিনেতা নিজেই জানিয়েছেন।
আজ শুক্রবার নিজের ফেসবুকে খায়রুল বাসার লিখেছেন, "ভালোবাসার মরশুম" এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিল। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ "ভালোবাসার মরশুম" - এর জন্য শুভকামনা।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছিলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেওনি অভিনেতা। এদিকে ছবিটি অভিনয় করছেন তানজিন তিশা। তিনি স্ক্রিন শেয়ার করবেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শরমন জোশীর সঙ্গে। ‘ভালোবাসার মরসুম’ নামের সে সিনেমাটি নির্মাণ করছেন এম এন রাজ।
এবারই প্রথম শরমন জোশীকে দেখা যাবে বাংলা সিনেমায়। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’

