শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরিচালক স্বামীর বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ মানসী প্রকৃতির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

পরিচালক স্বামীর বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ মানসী প্রকৃতির

গত বছরের শেষ দিকে ‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। ওই নাটকের নির্মাতা আদিবাসী মিজানকে ভালোবাসে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট। 

গত মার্চ মাসে পরিচালক স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পুলিশে দেন প্রকৃতি। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বামী আদিবাসী মিজানের বিরুদ্ধে পুনরায় নানা অভিযোগ তুললেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা। সে বাচ্চার বাবা হওয়ারও যোগ্যতা রাখে না । একজন প্রেগনেন্ট বউকে ঘরে একা রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খাওয়া। ছি….ভালোবেসে বিশ্বাস করে নতুন করে শুরু করছিলাম।’ 


বিজ্ঞাপন


প্রকৃতি যোগ করেন, ‘ভাবছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ যে কোনো দিন সোজা হয় না এইটা আবারও প্রমাণ করলি তুই । আল্লাহ তুমি এর বিচার অবশ্যই করো।’ 

477475630_4005308203017697_5453829783936848672_n_20250310_160811665

প্রকৃতির পোস্টের পর আদিবাসী মিজান অভিনেত্রীকে ইনবক্সে বলেন, ‘তুমি অনুমতি দিলে। আবারও লিখলা ছি।’ জবাবে অভিনেত্রী বলেন,’আমি তোমাকে অনুমতি দেইনি। তুমি আমার কাছে অনুমতি চেয়েছ আমি চুপ করে ছিলাম। ভেবেছিলাম হয়তো বলে আমার রিয়্যাক্ট দেখার জন্য। মনে হয় খাবে না।’ 


বিজ্ঞাপন


এরপরই আদিবাসী মিজান অভিনেত্রীকে ডিভোর্স দেওয়া কথা জানান। নির্মাতার কথায়, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ, তুমি একটা মিথ্যুক।’ 

manosi-20230511152348

অভিনেত্রীর স্বামীর সঙ্গে কথোপকথনের পরেই মানসী তাঁর ফেসবুকে আরও একটি পোস্টে ভাগ করে নেন। ওই পোস্টে প্রকৃতি লিখেছেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা (প্রকাশ যোগ্য না) ও দিন শেষে একটা ভালো সংসার ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিন শেষে সম্মান নিয়ে শান্তি মতো সংসারটা করতে চেয়েছিলাম।’ 

অভিনেত্রী পোস্টের মাধ্যমের জানিয়েছেন তাঁর বর্তমান শরীরিক অবস্থায় বেশ খারাপ। অভিনেত্রী বলেন, ‘আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয় তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচার এর ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর