বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুস্মিতাকে হীরা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, মুখ খুললেন প্রাক্তন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

হীরা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুস্মিতার প্

এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে একাধিক পুরুষ এসেছে। তাদের মধ্যে আলোচিত হাঁটুর বয়সী মডেল রহমান শল। এ অসম জুটি চুটিয়ে প্রেম করলেও সম্পর্কের সুতা ছিড়েছেন অনেকদিন। এবার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে জানালেন সুস্মিতাকে পছন্দের হীরা কিনে দেওয়ার সামর্থ্য তার ছিল না। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমানকে জিজ্ঞেস করা হয় সুস্মিতাকে পছন্দের হীরা উপহার দিয়েছেন কি না। রহমান জানান, সুস্মিতার পছন্দের হিরা কেনার সামর্থ্য তার নেই। 


বিজ্ঞাপন


তার কথায়, “আমার তাকে হীরা উপহার দেওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়নি। ওর যে রকম হিরা পছন্দ তা আমি দিতে পারিনি। যেদিন সেই ক্ষমতা আমার হবে আমি নিশ্চয়ই এমন উপহার দেওয়ার সাহস দেখাব।”

সুস্মিতার পছন্দের হীরা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সুস্মিতার এক ধরণের পছন্দের হিরে আছে। যা ২২ ক্যারাটের। কিন্তু সেটা উপহার দিতে গেলে আমাকে যে পরিমাণ আয় করতে হবে তাতে আমার আরও কিছুটা সময় লাগবে। আশা করছি খুব তাড়াতাড়ি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দেবেন।”

রহমানের সঙ্গে প্রেমটা বেশ জমেছিল সুস্মিতার। বয়সের ফারাক ভুলে একে অন্যের হাতে তুলে দিয়েছিলেন হৃদয়। হৃদয় ফিরিয়ে নিতেও কালক্ষেপণ করেননি। ২০২১ সালে বিচ্ছেদ ঘটান তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর