গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছে। দেড় শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শোবিজ তারকারাও বেদনার্ত।
সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন গায়ক ইমরান মাহমুদুল। মঙ্গলবার (২২ জুলাই) রাত আড়াইটায় একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। চোখে ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’
বিজ্ঞাপন
এর আগে নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘যারা এই বিমান দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন,তাদের আল্লাহ বেহেস্ত নসিফ করুক। আর যারা লড়ছেন, তারা যেন ফিরতে পারেন সুস্থভাবে তাদের পরিবারের কাছে। সবাই দোয়া করবেন।’
বিমান দুর্ঘটায় আরও শোক জানিয়েছে, শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী, পরশি, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহাবুব, নির্মাতা আশফাক নিপুন, রায়হান রাফীসহ একাধিক শোবিজ তারকা।
ইএইচ/

