রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজেপি থেকে তৃণমূলে অভিনেত্রী, বললেন স্বর্গীয় শান্তি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

বিজেপি থেকে তৃণমূলে অভিনেত্রী, বললেন স্বর্গীয় শান্তি

টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। তবে বেশিদিন স্বস্তি পাননি সেখানে। গেল ডিসেম্বরে ইঙ্গিত দিয়েছিলেন দল পাল্টানোর। এবার ফিরলেন তৃণমূলে। নাম লিখিয়েই জানালেন স্বর্গীয় শান্তি অনুভব করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল রূপাঞ্জনার রাজনৈতিক শিবির বদলের। জানা গিয়েছিল আজ সোমবার তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে যোগ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এ তারকা।


বিজ্ঞাপন


1713531478_rupanjana-lead

তার কথায়, “পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। ‘ঘর ওয়াপসি’র পর মনে হচ্ছে যেন স্বর্গ। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তৃণমূলে এসেছেন বলে জানান রূপাঞ্জনা। তার স্পষ্ট কথা, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি। এ বারও তা-ই করব।”

২০১৯ সালে লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দেন রূপাঞ্জনা। তবে গেরুয়া শিবিরে বেশিদিন মন টেকেনি অভিনেত্রীর। অভিযোগ করে বলেছিলেন, “বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।”এবার মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে মাথা গুঁজলেন তৃণমূলের শিবিরে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর