শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়া বচ্চন নন, যে অভিনেত্রী রেখার ‘সতীন’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

জয়া বচ্চন নন, যে অভিনেত্রী রেখার ‘সতীন’!

বলিউডের চীরসবুজ অভিনেত্রী রেখার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল অমিতাভ বচ্চনের। ইন্ডাস্ট্রির বহুল চর্চিত প্রেম। আজও এই জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে বলিউড সুপারস্টার অভিনেতা বিয়ে করেন জয়া বচ্চনকে। 

সেই সময় মন ভাঙে রেখার। এরপর নতুন সম্পর্কে জড়ান এভারগ্রিন অভিনেত্রী। তবে রেখার প্রেমে ভাগ বসিয়েছিলেন অন্য এক অভিনেত্রী। এটি তখনই ঘটেছিল যখন জনপ্রিয় অভিনেত্রী বিন্দিয়া গোস্বামী ও রেখা দুইজনেই বিনোদ মেহেরাকে বিয়ে করতে চেয়েছিলেন।


বিজ্ঞাপন


অমিতাভের জীবনে জয়া, বিনোদ মেহেরার জীবনে বিন্দিয়া। বিনোদকে মনে দিয়ে আবারও প্রেমের ব্যর্থ হন রেখা। অবশেষ বিন্দিয়াকেই বিয়ে করেন বিনোদ। কিন্তু বেশিদিন টেকেনি তাঁদের সম্পর্ক। তখন থেকে রেখার সতীন হিসেবে পরিচিত পান বিন্দিয়া। 

বিন্দিয়া গোস্বামী ৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর রূপ লাবণ্যে ঘায়েল হয়ে যেত বলিউডের তাবড় নায়করা। অভিনয় জীবনে অমিতাভ বচ্চন, শশী কাপুর, রাজেশ খান্নার মতো প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় দিয়ে পর্দা কাঁপিয়েছেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর