বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি

সিলেট-সুনামগঞ্জে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানের জল। বন্যার করাল গ্রাসে আশ্রয় হারিয়েছেন সেখানকার অগণিত মানুষ। ভয়াবহ এই বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে দেশের সবাইকে। শিল্পাঙ্গনের অনেকেই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এবার সেই দলে শামিল হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ বুধবার শিল্পী সমিতির পক্ষ থেকে সিলেটে ছুটে গেছেন রিয়াজ, নিপুণ ও সাইমুনদের একটি দল। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমুন সাদিক। গোয়াইন ঘাট, লক্ষীনগর ও মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে নগদ টাকা ও ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।


বিজ্ঞাপন


এ সময় সাইমুন বলেন ‘বিপর্যয়ের এই দিনে বানভাসিদের পাশে থাকার কোনো বিকল্প নেই। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের মতো করে এসেছি। আপনাদের যার যেমন সাধ্য আছে, সেভাবেই এগিয়ে আসুন।’

এরপর ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার বলেন, ‘এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে সিলেটবাসীর পাশে থাকা দরকার। এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে ২৫০০ পরিবারকে আমরা ত্রাণ ও নগদ টাকা দেব । পাশাপাশি সবাইকে আহ্বান করব, আপনারাও অসহায় বানভাসি মানুষের পাশে থাকুন।’

বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রসঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও শিল্পী সমিতির নেতা রিয়াজ বলেন, ‘হযরত শাহজালাল-শাহপরানের স্পর্শমাখা পূণ্যভূমি সিলেটে এসেছি আমরা। শিল্পী সমিতির পক্ষ থেকে বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি। এখানে সরকার, প্রশাসন ও সেনাবাহিনী নিরন্তর কাজ করে যাচ্ছেন। অনেকেই ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা ও সারি নদীর দুটি পয়েন্টের পানি এখন ভয়াবহভাবে প্রবাহিত হচ্ছে না। তবে সেখানকার অন্যান্য নদ-নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর