রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিক-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

নিক-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল 

কথায় আছে, বিয়ের পর ভালোবাসা জানালা দিয়ে পালায়। নিক-প্রিয়াঙ্কার বেলায় তা যেন একেবারের উল্টো। বরং দিন দিন ভালোবাসা যেন জ্যামেতিক হারে বাড়ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে সেরকম-ই মনে হয়। সম্প্রতি ফের অন্তরঙ্গ অবস্থায় ধরা দিলেন। সাগরপারে নিকের কোলে ঠোঁটে-ঠোঁট ডুবিয়ে প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন নিক। ছুটি কাটানোর ভিডিও মনে হচ্ছে। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে নিক। তাকে বলতে শোনা যায়, প্রিয়াঙ্কা ছাড়া তিনি খুব দুঃখী। 


বিজ্ঞাপন


save

ঠিক তখন দেশি গার্ল আচমকা ছুটে এসে নিককে জড়িয়ে ধরেন। এমন পরিস্থিতিতে নিক ও প্রিয়াঙ্কা একে অপরকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। ভিডিওতে কালো বিকিনিতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। নিককেও একই রঙয়ের পোশাকে দেখা গেছে। 

মুহূর্তেই ভাইরাল হয়েছে সে ভিডিও। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে তাদের অন্তরঙ্গ মুহূর্ত। মন্তব্যের ঘরে তা প্রকাশ করেছেন অনেকে। শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারা। 

nik_20250205_122706821


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা ব্যস্ত তার নতুন সিনেমা নিয়ে। 'এসএসএমবি ২৯' নামের সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আর মআধবনকে। আরও দেখা যাবে মহেশ বাবুকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর