বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উস্কানি আর চুলকানি চলবে সমান তালে: রওনক হাসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

উস্কানি আর চুলকানি চলবে সমান তালে: রওনক হাসান

‘উস্কানি আর চুলকানি চলবে সমান তালে!’—এমনই এক বার্তা দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল জাগিয়েছেন অভিনেতা রওনক হাসান। 

বুধবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেতা। যেখানে দেখা গেছে, জ্যাকেট পরে আগুনের সামনে বসে আছেন তিনি। অপলক দৃষ্টিতে সামনে থাকা আগুন দেখছেন। 


বিজ্ঞাপন


ওই ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করে রওনক লিখেছেন, ‘উস্কানি আর চুলকানি চলবে সমান তালে! চলবে নিরাপদে ফেসবুক পোস্টাপুস্টি। ডলার ঝলকাবে! আর আগুন জ্বলবে বাংলাদেশে!’ 

520151776_23949771258048604_6863660288976005389_n

এই রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা। কেউ কেউ অনুমান করছেন, হয়তো গোপালগঞ্জে সংঘর্ষের জেরে এমন মন্তব্য করেছেন অভিনেতা। 


বিজ্ঞাপন


স্ট্যাটাসটির নিচে ভক্তরা প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ফেসবুক মব সন্ত্রাসীরাই ধ্বংস করছে দেশটা।’ অন্য একজন লিখেছেন,’জঙ্গি এনসিপি-এর উস্কানিতে গোপালগঞ্জ আজ লাশের রক্তে রঞ্জিত। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর রোল প্লে করতেছে। গুলি করে লাশ ফেলে সেই লাশকে বুট দিয়ে পিসতেছে।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর