দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার বাবা ভূপতিরাজু রাজগোপাল রাজু মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
রবি তেজার বাবার মৃত্যুতে তেলেগু ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অভিনেতার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ও ভক্ত অনুরাগীরা।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে রবি তেজার মুখপাত্র জানান, গতকাল রাতে হায়দরাবাদের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপতিরাজু রাজগোপাল। তার শেষকৃত্যের বিষয়ে খুব দ্রুত জানানো হবে।
রবি তেজার বাবা পেশায় ছিলেন একজন ফার্মাসিস্ট। কর্মসূত্রে ভারতের— জয়পুর, দিল্লি, মুম্বাই ও ভোপালসহ বিভিন্ন শহরে পরিবারসহ বসবাস করেছেন। ছেলে রবি তেজা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার হলেও তাঁর বাবা সবসময়ই আলোচনার বাইরে, নিভৃত জীবনযাপন করে গেছেন।
বলে রাখা ভালো, রবি তেজার আসল নাম ভূপাতিরাজু রবি শঙ্কর রাজু। নব্বই দশকের দিকে ‘রবি তেজা’ নামেই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরুর পর ১৯৯৭ সালে 'সিন্ধূরাম' ছবির মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন।
বিজ্ঞাপন
ইএইচ/

