বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন। গায়িকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন।
গতকাল রোববার (১৩ জুলাই) সামাজিকমাধ্যমে একটি পোস্টে হাসপাতালে ভিড় না করার জন্য অনুরাধ জানিয়েছেন গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী। মায়ের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে নোমানী লিখেছেন, ‘আম্মাকে (ফরিদা পারভীন) এইমাত্র (রোববার রাতে সাড়ে ১১টায়) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ।’

ওই পোস্টে তিনি জানিয়েছেন, দর্শনার্থীরা বেশি আসায় মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ফরিদা পারভীনের ছেলের কথায়,’ডাক্তার বলেছেন, ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।’
বলে রাখা ভালো, ফরিদা পারভীন কিডনি রোগ, ডায়াবেটিসহ নানা শারীরিক নানা জটিলতা নিয়ে গত দশদিন দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গায়িকার উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা চলছে।
ইএইচ/

