রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যানসারের মধ্যেই নতুন রোগ বাসা বেঁধেছে দীপিকার শরীরে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

ক্যানসারের মধ্যেই নতুন রোগ বাসা বেঁধেছে দীপিকার শরীরে 

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের ক্যানসার আক্রান্তির খবর সবার জানা। এরইমধ্যে সম্পন্ন হয়েছে তার অস্ত্রোপচার। থেরাপি নেওয়া বাকি। তারমধ্যেই নতুন রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকার নতুন রোগের কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। সেখানে তাকে ও দীপিকাকে সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। সেখানে শোয়েব বলেন, “আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হলো। এখনও অবধি ও ভালো আছে।”


বিজ্ঞাপন


এরপর দিন দীপিকার রোগাক্রান্তির খবর দেন শোয়েব। তিনি বলেন, “আজ চিকিৎসার দ্বিতীয় দিন। তবে ওর জিভে আলসার হতে শুরু করেছে।”

এ সময় দীপিকা বলেন, “চিকিৎসক আগেই মাউথ আলসার নিয়ে আমাদের সাবধান করেছিলেন। পানি বেশি করে পান করতে বলেছিলেন। তাই সেটাই করব। আমি নিশ্চিত, আমি সুস্থ হয়ে যাব।”

এদিকে ক্যানসার বদলে দিয়েছে দীপিকার জীবন। এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, “অস্ত্রোপচারের পরে সব বদলে গেছে। আগে আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না। আর এখন আমার কাছে করার মতো কিছুই নেই। চিকিৎসক আমাকে সক্রিয় থাকতে বলেছেন ঠিকই, কিন্তু একেক দিন মনে হয়, আমার শুধুই বিশ্রাম নেওয়া উচিত।”
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর