রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এতিম শিশুর দায়িত্ব নিতে চান আরজে নিরব 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

এতিম শিশুর দায়িত্ব নিতে চান আরজে নিরব 

এতিম শিশুর দায়িত্ব নিতে চান জনপ্রিয় রেডিও জকি নিরব তথা আরজে নিরব ও তার স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা। বিষয়টি সামাজিক মাধ্যমে নিরব নিজেই জানিয়েছেন।

আজ রোববার নিজের ফেসবুকে স্ত্রী লাবণ্যর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন নিরব। সঙ্গে লিখেছেন, ‘আল্লাহ আমাদের দুইবেলা ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমারা সারাদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের দুইজনের মনের আশা— আল্লাহ যদি আমাদের একজন এতিম বাচ্চার দায়িত্ব নেয়ার সুযোগ করে দেন, মন থেকে আমাদের পরিতৃপ্তি আসবে।’


বিজ্ঞাপন


এরপর নেটিজেনদের উদ্দেশে লেখেন, ‘আপনার চেনা, ঢাকায়; কোনো এতিম শিশুর সন্ধান থাকলে যোগাযোগ করিয়ে দেবেন। খুশি হব। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।’

এ প্রসঙ্গে নিরব ঢাকা মেইলকে বলেন, ‘আমার বাবা-মা আছেন, আমার সন্তানের বাবা মা আছে। কিন্তু অনেকেরই বাবা মা নেই। তারা অসহায় ও এতিম। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এতিম ছিলেন। চাইছিলাম একজন এতিমের দায়িত্ব নিতে। আমার ও আমার স্ত্রীর খুব-ই ইচ্ছা। এরকম একটি সুযোগ পেলে ভালো লাগত।’

এদিকে পোষ্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা মন্তব্য করছেন। কেউ কেউ সন্ধান পেলে জানাবেন বলছেন। তবে নিরব জানালেন তিনি শুটিংয়ে আছেন। তাই খোঁজ নেওয়া হয়নি। এরকম কোনো সন্ধান পেলে জানাবেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর