শ্রেণী নির্বিশেষে অধিকাংশ নারী একবারের জন্য হলেও জীবনে যৌন হেনস্তার শিকার হন। বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গেও ঘটেছে আরও ভয়াবহ ঘটনা। যৌন হেনস্তায় বাঁধা দেওয়ায় নির্যাতনের শিকার হন তিনি।
এক ইউটিউব সাক্ষাৎকারে ভয়াবহ সে অভিজ্ঞতার কথা জানান ফাতিমা। তার কথায়, ‘একবার এক পুরুষ আমাকে অশালীনভাবে স্পর্শ করেছিল। আমি তাকে আঘাত করেছিলাম। সেও আমাকে এমনভাবে পালটা মারে যে আমি ছিটকে পড়ে যাই। কিন্তু এতেও ওর হেলদোল হয়নি। ও আমাকে সেই অবস্থাতেই মারতে থাকে।’
বিজ্ঞাপন

‘দঙ্গল’ কন্যা এরপর বলেন, ‘ওই ঘটনার পরে আমি একটু বেশিই সতর্ক থাকতে শুরু করি। আমি বুঝতে পারি আমাদেরও খেয়াল রাখতে হবে কীভাবে এই ধরনের পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাব। ভেবে দেখুন কী অদ্ভুত বিষয়… আমাদের সঙ্গে কিছু একটা ভুল হচ্ছে, অথচ আমাদের ভাবতে হবে কীভাবে প্রতিক্রিয়া জানাব!’
আমির খানের সঙ্গে ‘দঙ্গল’সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফাতিমা। এরপর আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছিল। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। বেশ প্রশংসিত হয়েছে তার অভিনয়। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ বসু।

