রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস 

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পান অভিনেত্রী।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে উপস্থিত হন অপু। এরপর তার আইনজীবী আবুল বাশার কামরুল জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। 

475106202_1195906281905864_4833192841391489680_n_20250130_180659008

এর আগে গেল ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অপু। গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

465108545_1135907201239106_495954778991601635_n_20241106_170945030

পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।

এ মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসামী করা হয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর