নিজ গুণে বলিউডে পরিচিতি পেয়েছেন আমাল মালিক। অসংখ্য জনপ্রিয় গান ঝুলিতে ভরে তিনি এখন জনপ্রিয় গায়ক। তবে এই জনপ্রিয়তার চাকচিক্যের পেছনে রয়েছে ব্যক্তি আমালের না পাওয়ার ফ্যাকাশে গল্প। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ধর্মের কারণে প্রেমিকা চলে গেছেন তার।
ব্যক্তি জীবনের ঝাঁপি খুব একটা খোলেন না আমাল। তবে সম্প্রতি মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকাকে নিয়ে। ২০১৯ সালের ঘটনা। কোনো সংকেত না দিয়েই প্রেমিকা চলে যান তার। এক অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে মঞ্চে ওঠার আগ মুহূর্তে তার প্রেমিকা জানান, তিনি বিয়ে করছেন।

আমাল জানান ধর্মের কারণে প্রেয়সী ত্যাগ করেছিলেন তাকে। তার কথায়, ‘‘২০১৪ সাল থেকে আমরা সম্পর্কে ছিলাম। কিন্তু আমার প্রেমিকার বাবা-মা আমাদের সম্পর্ক প্রথম থেকেই মেনে নেননি আমার ধর্মের কারণে। আমার বাবা মুসলিম, মা হিন্দু ব্রাহ্মণ।’’
এদিকে সম্প্রতি শুধু নিজেকে নিয়েই বলেননি আমাল। বলেছেন অরিজিৎ সিং ও কার্তিক আরিয়ানকে নিয়েও। সুশান্ত রাজপুতের পর কার্তিক আরিয়ান বলিউড রাজনীতির লক্ষ্য এবং অরিজিৎকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেন গায়ক।

