রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপদেষ্টা আসিফের পোস্টের স্ক্রিনশট দিয়ে যা বললেন আশফাক নিপুন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

উপদেষ্টা আসিফের পোস্টের স্ক্রিনশট দিয়ে যা বললেন আশফাক নিপুন 

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

‎গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশ। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। 


বিজ্ঞাপন


এই যখন অবস্থা ঠিক তখন অন্তর্বর্তীকালীন সরকারের ‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুকে লেখেন— প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।

মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উপদেষ্টার স্ট্যাটাসটি। নেটিজেনরা মতামত প্রকাশ করতে থাকেন মন্তব্যের ঘরে। বিষয়টি নজরে পড়ে নির্মাতা আশফাক নিপুনের। আসিফ মাহমুদের পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে প্রকাশ করে আজ শনিবার তিনিও দিয়েছেন একটি পোস্ট। 

শুরুতে লিখেছেন, ‘জনাব উপদেষ্টা, শুধু প্রস্তর যুগে কেন? মাজারে হামলার যুগেও স্বাগতম। মব শব্দটা বাঙালির ডিকশনারিতে চিরস্থায়ী বন্দোবস্তের যুগেও স্বাগতম। শুধু স্বাগতম জানানো গেল না, স্বাগতম জানানো এসব কাজ এমন এক সরকারের আমলে হইছে, হচ্ছে, যেটা দেশের সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ফসল; যে সরকারে আপনিও আছেন। স্বাগতম জানানো গেল না পূর্ববর্তী সকল দলীয় সরকারের মন্ত্রীদের মতো আগে বক্তৃতায় হাততালি আর এখন ফেসবুকে লাইক, শেয়ার পাওয়ার আশায় রাজনৈতিক আলাপ।’

এরপর উপদেষ্টাকে উদ্দেশ্য করে নিপুন লেখেন, ‘আপনার মতো তরুণদের দিকে আমার মতো পুরো দেশ তাকিয়ে আছে। এইসব চাঁদাবাজি, দখলবাজি, জের ধরে খুনোখুনি কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় আপনার সরকারের ওপরেও বর্তায়। দায় না নিয়ে হাসান মাহমুদের মতো দায় চাপানোর চটকদার রাজনীতি আমরা নতুন কোনো সরকারের ভেতর আর দেখতে চাই না।’ 


বিজ্ঞাপন


সবশেষে এ নির্মাতা লিখেছেন, ‘রাজনীতি, ট্রলিং, মিমিং আমাদের মতো সাড়ে ১৭ কোটি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোদের ওপর ছেড়ে দেন। সরকারে থেকে এসব করলে দেশের কাজে পূর্ণ মনযোগ দেবেন কখন? ধন্যবাদ।’

এর আগে একটি পোস্টে নিপুন লেখেন সোহাগ হত্যাকাণ্ড নিয়ে। হত্যাকারীকে গ্রেফতারের পাশাপাশি তার সাঙ্গোপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর