রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জাওয়ান’-এর পরিচালকের ছবিতে আল্লু অর্জুন-রাশমিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

‘জাওয়ান’-এর পরিচালকের ছবিতে আল্লু অর্জুন-রাশমিকা

দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনকে নিয়ে ‘এএ২২×এ৬’ সিনেমাটি নির্মাণ করছেন ‘জাওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমার। ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমায় আল্লুর বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে আলোচনা যেন থামছিল না। অবশেষে জানা গেল এ ছবিতে দেখা অভিনেতার বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।  

তারকা জুটি প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে বলেন, “অ্যাটলির বিশাল আয়োজনের এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটিতে তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্র দেখা যাবে। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে রাশমিকা-আল্লুর যে রসায়ন দর্শক দেখেছেন, এই সিনেমায় তার চেয়ে আলাদা কিছু দেখতে পাবেন।”

allu-atlee-risingbd-2504100156

ভারতের একাধিক তারকা অভিনয়শিল্পীকে দেখা যাবে অ্যাটলির আসন্ন সিনেমায়। বড় চমক নিয়েই পর্দায় ফিরছেন তিনি। এ তথ্য জানিয়ে সূত্রটি বলছে, ‘অ্যাটলির পরবর্তী এই সিনেমায় প্রযুক্তিগত বিস্ময় রয়েছে। কারণ চলচ্চিত্র নির্মাতা দুটি ভিন্ন জগতের অবতার করবেন। এতে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বড় নারী ও পুরুষ অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’

ভারতীয় সংবাদ সংস্থাকে একটি সূত্র বলেন, ‘অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তার ক্যারিয়ারে এটাই প্রথম দ্বৈত চরিত্র। নতুন সিনেমায় অ্যাটলি আলাদা একটি জগৎ তৈরি করবেন, যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন।’

mceu_97201891821752145042215

জানা গেছে, অ্যাটলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাশমিকা তার লুক টেস্ট এবং বডি স্ক্যান করিয়েছেন। তার চরিত্রের প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলেও জানিয়েছেন সূত্রটি। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি রাশমিকা। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর